কুলাউড়ায় ভুমিহীন ও গৃহহীন ১১০ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার

কুলাউড়া প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন, গৃহহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী, অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *