রাজনগরে বিদ্যুতের ট্রান্সমিটার ও গরু-ছাগল চুরি  বৃদ্ধি পেয়েছে

রাজনগর প্রতিনিধি :  মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের ট্রান্সমিটার গরু, ছাগল চুরি  বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় মানুষ জন রাত জেগে পাহারা দিচ্ছেন। গত  দেড়  মাসে রাজনগর পল্লী বিদ্যুৎ এর  ৮ টি ট্রান্সমিটার, ২২ টি গরু, ১৫টি ছাগল ও ৫০টি হাস মুরগী চুরির ঘটনা ঘটেছে। রাজনগর উপজেলার মনসুরনগর, টেংরা, কামারচাক, রাজনগর সহ বিভিন্ন ইউনিয়নে চুরি ডাকাতি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। ১৭/১০/২০২০ইং  মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রাম থেকে একটি ট্রান্সমিটার, ১৮/১০/২০২০ইং তারিখ আশ্রাকাপন গ্রামের ছাদ উল্যার পাকা ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। একই রাতে প্রেমনগর গ্রাম থেকে একটি ট্রান্সমিটার ছুরি হয়। ১৯/১০/২০২০ইং তারিখে চৌধুরী বাজার এলাকা হতে একজন প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগমের হাতের হ্যান্ডব্যাগ টি ছিনতাই করে নিয়ে যায়। ব্যাগে একটি ল্যাভা মোবাইল ও নগদ ১,৫০০/- টাকা ছিল। গত ২০/১০/২০২০ইং তারিখে বকশিকোনা গ্রামের  আব্দুল আজিজের ঘর থেকে একটি গরু চুরি হয়। একই এলাকার মহলাল গ্রামের হারুন মিয়ার একটি গাভী চুরি হয় ২৫/১০/২০২০ইং তারিখে চাটুরা গ্রামের ঘরের তালা ভেঙ্গে হাস ও মুরগী চুরি হয়। ২৯/১০/২০২০ইং তারিখে সঞ্জয় দেবের ঘরের তালা ভেঙ্গে হাস ও মুরগী চুরি হয়। ১১/১১/২০২০ইং তারিখে শ্বাসমাল গ্রামের সরকারী কাজের ঠিকাদারের পাম্পের পাইপ চুরি হয়। ০৭/১১/২০২০ইং তারিখে মহলাল গ্রামের নাজির মিয়ার ৩টি গরু চুরি হয়। ১৩/১১/২০২০ইং তারিখে কাটাজুরী গ্রামের মতলিব মিয়ার ৩ টি গরু চুরি হয়। ১৯/১১/২০২০ইং তারিখে  টেংরা ইউনিয়নের হরিপাশা গ্রাম থেকে ১ টি ট্রান্সমিটার চুরি হয়। ২০/১১/২০২০ইং তারিখে গণেশপুর থেকে ১ টি ট্রান্সমিটার চুরি হয়। ২২/১১/২০২০ইং তারিখে টগরপুর মবাছত মিয়ার ৩ টি ছাগল চুরি হয়। ২৬/১১/২০২০ইং তারিখে আদিনাবাদের হাকিম মিয়ার ১ টি গরু চুরি হয়। ২৮/১১/২০২০ইং তারিখে টগরপুর গ্রাম থেকে ৪ টি ছাগল চুরি হয়। ০১/১১/২০২০ইং তারিখে টগরপুর বিলাত মিয়ার ২ টি ছাগল চুরি হয়। ০৩/১১/২০২০ইং তারিখে একই গ্রামের  মতিন মিয়ার ২ টি ছাগল চুরি হয়। ঐ গ্রামের সফিক মিয়ার ৩ টি ছাগল চুরি হয়। টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের সত্য নাইডুর ২ টি গরু চুরি হয়। আদি নারায়নের ২ টি, রতন নাইডুর ২ টি গরু চুরি হয়। রাজনগর ইউনিয়নের মুশুরিয়া গ্রাম থেকে একটি ট্রান্সমিটার চুরি হয়। ১৯/১১/২০২০ইং তারিখ রাতে একই এলাকা থেকে আরও একটি ট্রান্সমিটার চুরি হয়। গত ০৭/১১/২০২০ইং  কামারচাক ইউনিয়নের দিশালি গ্রামের বিনয় মোহন দেবের একটি গরু চুরি হয়। ০৮/১১/২০২০ইং দস্তিদারের চক গ্রামের গফ্ফার মিয়ার একটি গরু চুরি হয়।   ২৬ নভেম্বর রাজনগর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মন্নান মিয়ার একটি গরু চুরি হয়।  ৪ ডিসেম্বর  একই ইউনিয়নের আনকার মিয়ার একটি গরু চুরি হয়।   উত্তর ভাগ ইউনিয়নের  মুটুকপুর গ্রামের  এরশাদ মিয়ার একটি গরু চুরি হয়। এ ছাড়া রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ও মনসুরনগর ইউনিয়নের শ্বাসমহল, আদিনাবাদ, কোনাগাও, চাটুরা রাস্তার পাশ থেকে ও সরকারী জায়গার উপরের বিভিন্ন জাতের গাছ কেটে  নিচ্ছে এক শ্রেণীর চোর ও প্রভাবশালী লোক। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল হাশেম জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *