কুলাউড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা

মাহফুজ শাকিল : কুলাউড়া পৌরসভা নির্বাচনে অংশ নিতে আওয়ামীলীগ, বিএনপি, স্বতন্ত্র ২ প্রার্থীসহ মোট ৪ প্রার্থী মেয়র পদে এবং কাউন্সিলর পদে ৩৩ প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ প্রার্থীসহ মোট ৫৩ প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ২০ ডিসেম্বর সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার (সিলেট) ও কুলাউড়া পৌরসভার সাধারণ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল।

নির্বাচনে অংশ নিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিপার উদ্দিন আহমদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামকে নিয়ে তাঁর মনোনয়ন জমা দেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ সাবেক এমপি ও জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় নেতা এড. নওয়াব আলী আব্বাছ খান, জেলা বিএনপির সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজামান সজলকে নিয়ে তাঁর মনোনয়ন জমা দেন। এছাড়া বর্তমান মেয়র ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছ ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা মোঃ শাজান মিয়া তাঁর কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন।

কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে মোট ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তারা হলেন- ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লোকমান আলী, ইউনুছ মিয়া, নেছার আহমদ, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ কায়ছার আরিফ, আব্দুল কুদ্দুস, আশরাফ উদ্দিন সাবু, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, কামাল আহমদ, মোস্তফা সালেহ আহমদ, ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তানভীর আহমদ শাওন, সাইদুর রহমান চৌধুরী, সুজিত দেব, সাইফুর রহমান, শামীম আহমদ, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শামছুল ইসলাম, সাইফুর রশীদ সুমন, ইমন আহমদ রইছ, হারুনুর রশীদ ভূঁইয়া, জহির খান, মোঃ মুরাদ আহমদ, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাসেল আহমদ চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম খান, বেলায়েত হোসেন লাভলু, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হারুনুর রশীদ, অহিদ বখশ মান্না, আব্দুল মতলিব খোকন, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, আতাউর রহমান চৌধুরী সোহেল, আব্দুল গফুর, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, মোঃ মাসুক মিয়া, মোঃ ইশ্রাব আলী, ফয়জুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাবেয়া বেগম, সুফিয়া বেগম চৌধুরী, নিপা চৌধুরী, শিউলী বৈদ্য, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনোয়ারা বেগম, তাসলিমা সুলতানা, হাওয়ারুন নেছা, রেহেনা পারভীন, রাজিয়া সুলতানা চৌধুরী, হুনুফা আক্তার, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলারা বেগম, শিল্পী আক্তার, নার্গিস আক্তার, শেখ সামিনা বেগম মোছাৎ সুলতানা বেগম, সুমাইয়া রহমান তাদের মনোনয়ন জমা দেন।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও কুলাউড়া পৌরসভার সাধারণ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। প্রার্থীদেরকে পূর্বের সকল ব্যানার, পোস্টার, বিলবোর্ড অপসারণ করতে নির্দেশনা দেয়া হয়েছে এবং সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ৩০ ডিসেম্বর। মোট ভোটার সংখ্যা হল- ২০ হাজার ৭৫৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *