উচ্চ শব্দে মোটর সাইকেল চালানোর দায়ে ৫ জন আটক

স্টাফ রিপোর্টার : পুলিশ সুপারের নির্দেশনায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত উচ্চ শব্দে মোটর সাইকেল চালানোর দায়ে মৌলভীবাজার শহর থেকে ৫ জনকে আটক করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ২০ জানুয়ারি শহরের বিভিন্ন সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, শেখ রুহিন আহমদ(১৮), শেখ শাকিল আহমদ (২৫), আরিফ মিয়া (১৯),ফরহাদ (১৯), ফারুক আহমদ(১৯)। তাদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুধীন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন সড়কে উচ্চ শব্দে শব্দদূষন করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার দায়ে পাঁচজনকে আটক করে ডিভি পুলিশ কার্যালয়ে নেয়া হয়। পরবর্তীতে তাহাদের অভিভাবকগন ডিবি অফিসে হাজির হইয়া তাহাদের সন্তানগন এমন কাজ হইতে বিরত থাকবে মর্মে অঙ্গিকার করিলে মুচলেকা সম্পাদন পূর্বক ছেড়ে দেওয়া হয়। তিনি আরো জানান, সাইকেলের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *