স্টাফ রিপোর্টার : মৌলভীবজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর অভিযান চালায় শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোডস্থ রামনগর জোড়াপুল হাবিব ভেরাইটিজ স্টোরের এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামীর হলেন মোঃ আরমান মিয়া(২০), পিতাঃ সেলিম মিয়া,মাতাঃ মরিয়ম বেগম সাং- দক্ষিন মুসলিমবাগ,থানা- শ্রীমঙ্গল, জেলা – মৌলভীবাজারকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইয়েছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার ২ ফেব্রুয়ারি বিশেষ অভিযানে সঙ্গীয় ছিলেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার এএসআই (নিঃ)মোজাম্মেল হক, এসআই (নিঃ)মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই (নিঃ) মুকুন্দ দেববর্মা,এএসআই(নিঃ) মোঃ আবুল কাশেম, কং/৩৮৬ রিপন খন্দকার, কং/৭০২ আবুল বাছেদ রাফি , কং/৫৯০ শরিফুল ইসলাম, কং/৪৪১ রহম আলী ।
