জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজাহিদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, একাডেমিক সুপারভাইজার শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম খান বাচ্চু, শিক্ষক আব্দুছ ছবুর, অভিভাবক সাইফুর রহমান শাহীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে চলছে। উন্নয়নে পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে শিক্ষাক্ষেত্র। আমরা এখন কারিগরি শিক্ষায় জোর দিলে দেশের অগ্রযাত্রায় গতি আসবে। শিক্ষিত বেকার নয়, শিক্ষিত কর্মক্ষম নাগরিক দরকার। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। শিক্ষাখাতে বর্তমান সরকারের উন্নয়নের নানা উদাহরণ তুলে ধরে বক্তারা সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার অনুরোধ করেন। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও যত্নশীল ও নজর দেয়ার দরকার। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দেশ তথা সারাবিশ্ব আজ থমকে আছে। এর রেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও উনার নির্দেশনায় অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এছাড়াও হোম ভিজিটের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে খেয়াল নিচ্ছেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *