ঢাকাসহ সব সিটিতে বুধবার থেকে বাস চলবে

ডেক্স রিপোর্ট : মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন। তবে অফিস-আদালতসহ প্রায় সবকিছুই খোলা থাকায় নিয়ন্ত্রণ করা যায়নি মানুষের চলাচল। উল্টো গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীজুড়ে অফিসমুখী মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে।

এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চালুর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে।

“তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বের হতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *