আর কত মুনিয়াকে অকালে প্রাণ দিতে হবে!

সেলিনা আক্তার জোসনা : মুনিয়ার নিউজটি খুবেই চোখে লাগছে, আসলে কি মুনিয়াকে নিয়ে লিখতে আমার বিবেকের মধ্যে খুব বাধছে কারণ মুনিয়ার বয়স বলছে একুশ বছর একদম বাচ্চা মেয়ে, ওর বয়সী আমার একটা মেয়ে আছে বলা যায় ওর বয়সে কয়েক বছর বড়ই হবে, আমি এখনো আমার মেয়ের সব কিছু করে দিতে হয়। খাওয়া থেকে শুরু করে নিত্যকার সব কিছু, আর মুনিয়া জীবনে প্রতারিত হয়ে নিজেই আত্মহনন করলো যে কথা ভাষায় প্রকাশ করা খুব কষ্টকর। কে দোষী তাকে না খোঁজে, মুনিয়া একজন মেয়ে বলেই তার ছবি দিয়ে লেখা লেখি হচ্ছে, পাশের জনের ছবি কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, হায়রে বাংলাদেশের মানুষ! এই একবিংশ শতাব্দীতে এসেও সাদাকে সাদা বলতে কালোকে কালো বলতে সাহস নেই, তাদেরকে নিয়ে কি আর বলার আছে! আমরা সাধারণ মানুষ ভালো করেই জানি এই ঘটনার কিছুই বিচার হবে না, কারণ বসুন্ধরার মালিকের ছেলে বলে কথা, যে সে নয়? কোন মিডিয়া ভয়ে মুনিয়ার সাথে বসুন্ধরার এমডি আনভীররের নাম নিচ্ছে না, চ্যানেল আই এর মত এত বড় একটা টিভি চ্যানেল নিউজ দেখানোর সময় শুধু মুনিয়ার ছবি দেখালো পাশের জনকে বোরখা পরিয়ে দেওয়া হয়েছে, আরে বাবা মুনিয়া আনভীরকে ভালবেসেছে একাই আনভীরের কোন দোষ নেই, এক হাতে কি তালি বাজে! এখন যদি আল্লাহর অশেষ রহমতে কোনো মিরাকেল ঘটে হয়তোবা বিচার পেতে পারে। নাহলে ৯০% ধরে নেওয়া যেতে পারে বিচার হবে না। কিছু কিছু জায়গায় দেখছি মেয়েটিকে যত খারাপ ভাষা আছে তাই বলেই গালি দিচ্ছে, নারী বলে কি? কিন্তু একবার কি আপনারা ভাবতে পারেন না সেই নারীর সাথে যে একজন নর জড়িত আছে, ওওহো সেই পুরুষের কোন দোষ নেই দোষ শুধু নারীর। আপনারা বউ রেখে পরিবার রেখে বাহিরে লাখ টাকা দিয়ে আর একজন সুন্দরী নারী রাখবেন তাতে কোনই দোষ নেই একদম ধোয়া তুলসি পাতা, দোষ শুধু ভোগী সেই নারী! কই দেখানতো কয়েকজন নারী তার পরিবার রেখে লাখ টাকা দিয়ে একটা ফ্লাট ভাড়া করে মনোরঞ্জন করে। পুরুষদের মন সব চাই, আর নারীদের মন কি কিছুই চায় না? নারীরা কি রক্তে মাংসের মানুষ না? পুরুষরা পরিবার থাকার সত্ত্বেও মনোরঞ্জনের জন্য পতিতালয়ে যায় আবার ঘরে ফিরে সেই অসহায় নারীর উপর মানসিক শারীরিক নির্যাতন করে। নারী বলে চুপ করে সহ্য করতে হয়। কোন নারী যদি প্রতিবাদ করে তাহলে সে তসলিমা নাসরিন হয়ে গেলো। নাস্তিক নাস্তিক বলে সমাজ থেকে বের করা হোক। নারী যদি পরপুরুষের সাথে সম্পর্ক করে কূলোটা বলে সমাজ থেকে বের করে দেওয়া হোক, নারীকে কূলোটা করে সমাজ থেকে বিতাড়িত করা হয় তাহলে সেই নারীর সাথে যে পুরুষ জড়িত, সে কি কূলোটা না! সে কেনো সমাজ বিতাড়িত নয়! পুরুষ বলে কি? ৮মে আসে কত বড় বড় সেমিনারে আহা নারীদের অধিকার নিয়ে ঝড় উঠিয়ে ফেলে কত সুশীল সমাজের নেতা নেত্রী বক্তব্য দিতে দিতে গলা শুকিয়ে ফেলে সেইটা শুধু একদিনের জন্য।। আমি ধিক্কার জানাই সেই একদিনের অধিকার আদায়ের দিনকে। পথে ঘাটে আনাচে কানাচে শহুরে গ্রামে কত শত শত নারী বিভিন্ন ভাবে পুরুষ শাসিত সমাজে নির্যাতিত হচ্ছে তাদের কে খবর রাখে!কত নারী নেত্রী দেখি কি ভাবসাব কিন্তু যখন বাংলাদেশে মুনিয়ার মত মেয়েরা ন্যায় বিচারের জন্য লড়ছে সেই সময় উনারা নাকে শস্য তেল দিয়ে ঘুমান। মুনিয়ার হয়তো একটায় দোষ ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়ানো, তার বুঝার উচিৎ ছিল আনবিরের মত কোটিপতিরা মুনিয়ার মত মেয়েদেরকে ভোগ করবে শুধু, ঘরের বউ করবে না, এমন কত শত শত আনবির বাংলাদেশে আছে হিসেবের বাহিরে, হয়তো মুনিয়ার মত হাতেগোনা একদম নগন্য কয়েকজনের কথা নিউজে আসবে আবার হাওয়ায় মিশে যাবে। আবারও আনবিরের মত মানুষরা আবারও এমন নতুন নতুন মেয়েকে নিয়ে মনোরঞ্জন করবে মাঝখানে মুনিয়ার মত কিছু মেয়ে নিজের জীবন দিতে হচ্ছে। মুনিয়ার একটা ফোনালাপ শুনেছি সত্যি কিনা জানি না, যদি সত্যি হয় একটি কথা বলার ছিলো, যখন প্রয়োজন ছিলো তখন লাখ টাকার ফ্লাট তুচ্ছ, জান বাবু ময়না পাখি ডাকতে মুখে থুতু উঠিয়ে ফেলছে আর প্রয়োজন শেষ অকথ্য ভাষায় গালি দিতেও মুখে বাধছেনা। আনবীরের মুখে এই অকথ্য ভাষায় গালিগালাজ শুনে মনে হচ্ছে না উনি শিক্ষিত ভদ্র পরিবারের মানুষ। নজর মন এত নিচু ভালো লেগেছে বলেইতো এক লাখ টাকার ফ্লাটে রাখছে, সম্পর্ক চিরদিন থাকে না কখন কি ভাবে নষ্ট হয়ে যায় কেউ জানার আগেই ভেঙে যায় এইটাও বিধির একটা খেলা, তাই বলে এমন খারাপ ভাষায় গালি! মুনিয়া হত্যা কি আত্মহত্যা এখনও সঠিক তথ্য জানা যায়নি, কিন্তু একটি ব্যাপারতো একে বারেই জলের মত পরিস্কার হয়ে যায় মুনিয়া আনবীরের কাছে থেকে অপমানিত হয়ে মানুষিক ভাবেই ভেঙে পড়েছে। আসলে সব কিছু দেখে একটা কথায় মনে হচ্ছে মুনিয়া আনবীরকে অনেক ভালবাসাতো, আনবীর হয়তো ভালবাসার অনেক দুর্দান্ত নাটক দেখিয়েছে, অল্প বয়সের মেয়ে সামান্য কিছুতেই সবাইকে বিশ্বাস করে। আসল কথা মা-বাবা দুজনেই নেই পরিবারের গন্ডির বাইরে চলে গিয়েছে, আনবীরের ছলনাময় আচরণ বুঝতে পারে নাই। ভাবছে সত্যিকারেই ওকে ভালবাসে। তাই ফেঁসে গেলো। ভালবাসা ভাললাগা কোন পাপ নয়, কিন্তু যে ভালবাসায় ধোকা আছে মিথ্যা আছে সেই ভালবাসায় পাপ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *