জুড়ীতে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

জুড়ী প্রতিনিধি : মহামারি করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে সুরক্ষা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ীতে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের পক্ষ থেকে উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি স্থান উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে, বিজিবি ক্যাম্প চত্ত্বর ও ভবানীগঞ্জবারের নিউ মার্কেট এলাকায় এ বুথ স্থাপন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ইউপি সদস্য ফয়জুল ইসলাম, উপজেরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, জুড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সহ সম্পাদক ইকবাল খান, সদস্য সায়েম জাফর ইমামী, সালমান আফরাজ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস, সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।
বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে উপজেলার অত্যন্ত ব্যস্থতম তিনটি স্থানে এ বুথ স্থাপন করা হয়েছে। এখানে জনসাধারণ বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাবে এবং ব্যবহৃত মাস্ক ফেলতে পারবে। সাধারণ মানুষ বুথটি ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে। এছাড়াও জাকির হোসাইনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সার্ভিস সেবা কার্যক্রমও চালু রয়েছে। করোনার এই সংকটময় সময়ে বাড়ীতে বাড়ীতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে এ সেবা কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *