সিলেট জেলার সেরা উদ্যোক্তা পুরস্কার লাভ করলেন জয়নাল আবেদিন

সিলেট প্রতিনিধি : সিলেট জেলার সেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা পুরষ্কার লাভ করলেন সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদিন। ১২ ডিসেম্বর রোববার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিলেট, তথ্য ও প্রযুক্তি বিভাগ এর উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডিজিটাল সেন্টারের ১১ বছর পুর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবার ক্যাম্পেন-২০২১ কার্যক্রমে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরষ্কার লাভ করেন জয়নাল আবেদীন। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর হাত থেকে তিনি এ পুরষ্কার গ্রহন করেন। এসময় জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জয়নাল আবেদিন এ পুরস্কার গ্রহণ করায় সিলেট জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদিন এর উদ্ভাবিত চার চাকার ব্যাংকিং লেনদেন ইতিমধ্যে সিলেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নতুন এ কার্যক্রম উপকার ভোগিদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে এর মাধ্যমে বয়স্ক ও অসুস্থ লোকেরা তাদের সুবিধামত স্থান থেকে এ সেবা গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশনভুক্ত সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চার চাকার ব্যাংকিং সেবা চালু করেন । তার এ ব্যতিক্রমী উদ্দোগ সিলেটে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীর সফলতায় জয়নাল আবেদীন সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *