বড়লেখায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আল আমিন আহমদ:
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওছার আহমদের বিরুদ্ধে স্থানীয় জনৈক তাজ উদ্দিন কর্তৃক কুরুচিপূর্ণ অপপ্রচার, মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় দক্ষিণভাগ বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

হাফেজ আনছার মাজহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, ইউপি মেম্বার মুহিবুর রহমান কামাল, মাওলানা আনোয়ার হোসাইন, সমাজসেবক মইন উদ্দিন, ফজলুর রহমান, আব্দুল মতিন, ফয়সল রানা, শরিফ আহমদ, কামিল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাস ফেরৎ তাজ উদ্দিন উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসা অধ্যক্ষ কাওছার আহমদসহ এলাকার বিশিষ্টজনের বিরুদ্ধে প্রায় ৩ বছর ধরে উদ্দেশ্যমুলকভাবে বিভিন্ন মাধ্যমে মানহানীকর অপপ্রচার, আদালতে মিথ্যা মামলা দায়ের, সরকারের বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ দিয়ে হয়রানী করছেন। ইতিপূর্বে তার এসব অভিযোগ আদালত ও পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এরপরও তিনি কুচক্রী মহলের প্ররোচনায় মাওলানা কাওছারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। নানাভাবে ভয়ভীতি ও মাদ্রাসা থেকে অপসারনের হুমকি দিচ্ছেন। জনৈক তাজ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *