কুলাউড়ায় আর্তনাদের ঈদ উপহার পেল শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় মানুষের সাহায্য তহবিল ”আর্তনাদ” এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের উপহার প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল শনিবার বিকেলে কুলাউড়া শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে ঈদের নতুন কাপড় ও প্রায় অর্ধশতাধিক মানুষের মধ্যে নগদ টাকা প্রদান করেন আর্তনাদের প্রতিষ্ঠাতা পরিচালক উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কেবিসি প্রতিনিধি মহিউদ্দিন রিপন,শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আশফাক আহমেদ রবিন,মোজাহিদুল ইসলাম,মাহমুদুল হাসান মারুফ,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য আবুল কালাম রাসেল,রিয়েলটাইমস৭১ এর স্টাফ রিপোর্টার আসাদুর রহমান তারেক প্রমুখ। আর্তনাদের প্রতিষ্টাতা পরিচালক উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম বলেন ”আর্তনাদ” সংগঠন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ২০১৯ সালে প্রতিষ্টা করা হয়। এযাবত পর্যন্ত ঈদের নতুন জামা,শীতবস্ত্র, রোগাক্রান্ত মানুষ,করোনাকালিন সংকটের সময়সহ বিভিন্ন অসহায় প্রায় ১৫০০ মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা না থাকলে এ সংগঠনকে নিয়ে এতদূর আসা সম্ভব হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *