হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ সুমন দেবনাথ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় ল0া
এসআই ইফতেখার ইসলাম ডিবির একটি টিমসহ শ্রীমঙ্গল পৌরসভার রোড পীযুষ কান্তি পাল মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে সুমনকে আটক করে।
এ সময় আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার সাথে থাকা কালো রঙের একটি ব্যাগ থেকে ৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আটককৃত সুমন দেবনাথ শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর গ্রামের মৃত নিবারন দেবনাথের ছেলে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বলে, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।