মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও মাহনা’স ক্যাসেল আয়োজনে মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অনত চৌধুরী রানার-আপ ও মোঃ আবজিদ রহমান তৃতীয় স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট করে অর্জন করেন মোট এগারো জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে পঞ্চম হতে ত্রয়োদশ পুরস্কার লাভ করেন যথাক্রমেঃ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন, মোঃ মাসুম হোসেন, ফিরোজ আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, মোঃ আজমাইন পারভেজ সায়র, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও জাবেদ আল আজাদ।

রেটিং ক্যাটাগরি পুরস্কার লাভ করেন যথাক্রমেঃ টুটুল ধর, মুকিতুল ইসলাম রিপন, নাসিম হোসেন ভূঁইয়া, মোঃ হাসান, মোঃ রায়হান ও রাইন শেখ। সেরা মহিলা ওয়ারসিয়া খূশবু, সেরা উর্ধ্ব-৫০ মনিরুজ্জামান মনি এবং সেরা অনুর্ধ্ব-১২ পুরস্কার পান সিয়াম চৌধুরী। সপ্তম বা শেষ রাউন্ডের খেলা আজ (বৃহস্পতিবার) মানহা’স ক্যাসেলের হল-রুম, লেবেল-৫, আর এইচ হোম সেন্টার, ৭৪ গ্রিন রোড এ অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, অনত চৌধুরী ফিরোজ আহমেদকে, মোঃ আবজিদ রহমান ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মুকিতুল ইসলাম রিপনকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান রুবেল হোসেনকে, মোঃ রায়হান গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী শেখ রাশেদুল হাসানকে, মোঃ আজমাইন পারভেজ সায়র মনিরুজ্জামান মনিকে, মোঃ মাসুম হোসেন আবুল কাশেম আল-শাহিদকে, মোঃ হাসান এ,বি, বাপ্পীকে, ওয়ারসিয়া খুশবু মোঃ নজরুল ইসলাম মন্ডলকে ও সিয়াম চৌধুরী মোহাম্মদ আরিফুর রহমানকে পরাজিত করেন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম মোঃ নাসিম হোসেন ভূঁইয়ার সাথে ড্র করেন এবং জাবেদ আল আজাদ টুটুল ধরের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। খেলা শেষে একই স্থানে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও মাহনা’স ক্যাসেলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী। চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস নগদ ২৫ হাজার টাকা, রানার-আপ অনত চৌধুরী ১৮ হাজার টাকা, তৃতীয় মোঃ আবজিদ রহমান ১২ হাজার টাকাসহ ২২ জন খেলোয়াড় মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার লাভ করেন।

প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং ৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *