স্টাফ রিপোর্টার: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতা বলে এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় বৃহস্পতিবার ১২ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, বেরির পাড়, বাজার পয়েন্ট, সিলেট রোড, কুদরত উল্লা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে নির্ধারিত মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজার পয়েন্টে অবস্থিত সাইদ মিয়ার আলুর দোকানকে ৮ হাজার টাকা, বেরির পাড় সিলেট রোডে অবস্থিত মেসার্স নুসরাত সবজি ষ্টোরকে ৫ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত তৌহিদ সবজি ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।