কলারোয়ার চন্দনপুর মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী

কলারোয়ার চন্দনপুর মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এমআর ফাউন্ডেশন একাদশ জয়লাভ করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে চন্দনপুর ফুটবল ময়দানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) মীর খায়রুল কবির, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি। ” খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে চন্দনপুর আর,এন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির কর্মকর্তা ডালিম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, চন্দনপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী, কলারোয়া নিউজের সম্পাদক আরিফ মাহমুদ, সমাজ সেবক নাসির উদ্দীন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক ফারুক হোসেন, ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনসহ অসংখ্য দর্শকবৃন্দ। খেলায় কলারোয়া এমআর ফাউন্ডেশন ফুটবল একাদশ ৪-১ গোলে শার্শার কাঠুরিয়া যুব সংঘ একাদশকে পরাজিত করে জয়ী হয়। খেলাটি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন ও মোশারাফ হোসেন।
উল্লেখ্য, শনিবার (১৪ নভেম্বর) বিকালে একই মাঠে ৮ দলীয় টুর্নামেন্টের ২য় খেলায় যশোরের শার্শার জি কে স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদর ফুটবল একাদশ প্রতিদ্বন্দীতা করবে বলে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *