বিশেষ প্রতিনিধি : রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ গভর্নর ড: বেলাল উদ্দিন আহমেদ বলেছেন, রোটারিয়ানরা কোভিড প্যানডামিকে আর্তমানবতার কল্যানে চ্যালেঞ্জিক সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পুরো বিশ্ব যখন স্তম্ভিত, তখন রোটারিয়ানরা অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা পানি ও স্যানিটেশন সহ জলবায়ু ও পরিবেশ রক্ষায় কাজ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষন করতে সম্মত হয়েছে। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এ বছর যুগান্তকারী কাজ যেমন ডাবল স্কিম প্রজেক্ট, হেলথ ইন্স্যুরেন্স, মোবাইল এপ্স বি, রোটারি আইডি কার্ড, স্মার্ট ডিস্ট্রিক্ট ডাইরেক্টরি, ডিজাস্টার ফুড প্যাকেজ প্রদান, শিক্ষক প্রশিক্ষন, স্মল বিজনেস সাপোর্ট সহ ১৬৭ টি ক্লাব দৃশ্যমান ভাল ভাল প্রজেক্ট এবং এওয়ারনেস প্রোগ্রাম, সভা সেমিনার চালিয়ে রোটারি ইন্টারন্যাশনাল সহ বিশ্ববাসীর রিকোগনিশন লাভ করছে। তাই রোটারির সার্বিক কার্যক্রমে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে রোটারিয়ানদের সাহসী পদক্ষেপে এগিয়ে যেতে হবে। তিনি ১৫ ডিসেম্বর সন্ধায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে রোটারি সিলেটের কুশিয়ারা জুনের উদ্যোগে আয়োজিত কো অর্ডিনেশন মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কুশিয়ারা জুনের প্রেসিডেন্ট ফোরামের চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি শহীদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমদ রেজাউল করিম জুবায়ের, এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার পিপি আসাদুজ্জামান সায়েম, ডেপুটি গভর্নর পিপি ইয়াকুতুল গনি ওসমানী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি ফাহিম চৌধুরী, পিপি নাজিম উদ্দিন শাহান। পারপাস অব দ্যা প্রোগ্রামে বক্তব্য রাখেন কুশিয়ারা জোনের জোনাল কো অর্ডিনেটর পিপি কবির উদ্দিন, প্রেসিডেন্টবৃনের মধ্যে বক্তব্য রাখেনডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা জাকারিয়া হোসাইন, রোটা আব্দুল মুহিত দিদার, রোটা রিয়াজুল ইসলাম, রোটা আনোয়ারুল হক, রোটা তারেক আহমদ, রোটা রুহেল আহমদ, রোটা নাদিম ইবনে গফফার, রোটা পারভেজ, রোটা সেলিম আহমদ ও রোটা লিপু সিংহ। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়াইন জোনের জোনাল কো অর্ডিনেটর পিপি কপিল উদ্দিন বাবলু, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আবুল হাসনাত, ক্লাব প্রেসিডেন্ট ডা কামরুল ইসলাম, ও তাজুল ইসলাম। স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্টিত প্রোগ্রাম ফেলোশিপ ডিনারের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
