স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ও পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধূরী’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ড. শফিকুল ইসলাম দুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি (সিলেট বিভাগ) কাউন্সিলর ফরহাদ চৌধূরী শামীম, কেন্দ্রীয় সহ সাংঘটনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান জুবেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আমিরুল ইসলাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সরওয়ার আলম বেলাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, যুবদল নেতা আব্দুল মুহিত বাবলু, সুরমান আলী, রেজাউর রহমান ভূইয়া, গিয়াসমোল্লা,কাওছার আহমেদ বাপ্পু।
