কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ গৌড়করন ডাক্তার বাড়ির কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বজলুল লিটন মজিদ এর পক্ষ থেকে এলাকার অর্ধশতাধিক অসহায় পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ফাতেমা বাছির হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুস্টিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌড়করন অালীম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ। বিশিষ্ট ছাএনেতা সিরাজুল ইসলাম রাজু র পরিচালনায় উক্ত অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃঅাজির উদ্দিন মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক, এম অাতিকুর রহমান অাখই, কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব, অাহবাব রাসেল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মানুষের এই সংকটকালিন সময়ে সাহায্যের হাত প্রসারিত করায় দাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্যান্য বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান।