বিশেষ প্রতিনিধি : অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় কারাবন্দী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের শর্ত সাপেক্ষে জামিনের বিষয়টিকে ফরমায়েশি রায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত আওয়ামী সরকারের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে বেআইনিভাবে ৫ ঘণ্টা আটক, শারীরিক ও মানসিক নির্যাতন, তথ্য চুরির মামলা দিয়ে গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকতাদের অবিলম্বে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত।
মির্জা ফখরুল দাবি করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে সংবাদমাধ্যমের স্বাধীনতা আরও বিকশিত হয়েছিল।
বিএনপির মহাসচিব বলেন, সরকার অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩–এর প্রয়োগ, ডিজিটাল সিকিউরিটি আইনের মতো নিবর্তনমূলক আইন প্রণয়ন মুক্ত সংবাদিকতাকে ধ্বংস করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা সংকুচিত করছে। সব ধরনের কালো আইন বাতিলসহ আটক সাংবাদিকদের মুক্তির দাবি ও মামলা প্রত্যাহারের দাবি জানায় বিএনপি।
উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি
শূন্য হওয়া সংসদীয় পাঁচটি আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় এবং নির্বাচন কমিশনের অযোগ্যতায় প্রতিটি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতা হাবিব উন নবী খান, শহিদ উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাইফুল ইসলাম, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।