স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক নজরুল খানের ঈদ উল আযহা’র শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রবাস ও দেশের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান। যুক্তরাজ্য থেকে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী সকলের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে ৷ ব্শ্বিব্যাপী করোনা মহামারির সময়ে ঈদের আনন্দ মনের ভেতরে একটি খুশির জোয়ার তৈরী করে, হৃদয়ে ফুরফুরা ভাব আসে। পবিত্র ঈদ উল আযহা আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। দেশের এই দুর্যোগকালে সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। পত্রিকার সাথে সংশ্লিষ্ট, পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপন দাতাসহ সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ‘ঈদ মোবারক’৷ ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা যেন পূর্ণতা দান করেন, এই দোয়া করি৷ পবিত্র ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক–এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷

স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক নজরুল খানের ঈদ শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *