মৌলভীবাজারে ৭ দিনব্যাপী বিজয় ও নাট্য উৎসব শুরু জেলা প্রশাসনের উদ্যোগ

মাহফুজ শাকিল : ‘হোক কলরব, আজ বিজয় মহোৎসব’- এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজারে ৭দিন ব্যাপী বিজয় ও নাট্যউৎসব শুরু হয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলার নাট্যগোষ্ঠীর উপস্থিতিতে ৭দিনব্যাপী নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বিজয় ও নাট্য উৎসবের উদ্বোধন করেন একুশে প্রদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।
পরে ইতিহাস নির্ভর আনন জামান রচিত ঢাকা মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক- শ্রাবণ ট্রাজেডি মঞ্চস্থ হয়। এতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এর আগে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বইমেলা, ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল ৪টায় এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে লোকজ গানের অনুষ্ঠান এবং সন্ধ্যায় অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটক। ১ জানুয়ারি ঢাকা লোক নাট্যদলের কঞ্জুস, ২জানুয়ারি ঢাকা প্রাচ্যনাট দলের কইন্যা, ৩ জানুয়ারি হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদলের জ্যোতিসংহিতা, ৪ জানুয়ারি ঢাকা প্রাঙ্গণেমোর নাট্যদলের হাছনজানের রাজা, ৫ জানুয়ারি ঢাকা শব্দ নাট্যচর্চার চম্পাবতী, ৬ জানুয়ারি ঢাকা বাংলাদেশ পুলিশ থিয়েটারের অভিশপ্ত আগস্ট নাটক মঞ্চস্থ হবে। এছাড়া উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল ৪টা থেকে বাউল গানসহ সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র ও বইমেলা প্রদর্শনী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *