নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে মাত্র এক ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলম। আজ বৃহস্পতিবার এক ভোটে জয়ী হওয়ার বিষয়টি নিয়ে এলাকার পাড়া মহল্লা, হাটবাজারের চায়ের স্টলে বেশ মুখরোচক আলোচনা হয়েছে। অনেকেই বলেছেন, ‘একেই বলে ভাগ্য’ বুধবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ওই স্বতন্ত্র প্রার্থী। কেন্দুয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কান্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলম পেয়েছেন তিন হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাপস ব্যানার্জী (নৌকা প্রতীক) পান তিন হাজার ৪৮৪ ভোট।
