কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় জয়চন্ডীতে দিলদারপুর রয়েলস ক্লাবের আয়োজনে টিভি এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি শুক্রবার দিলদারপুর বাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মিলন বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম শফি,কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম বদর, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, জয়চন্ডী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফজলুল আউয়াল ও বিমলেন্দু শেখর দাস, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার বক্স, জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।