সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময়

সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। তাই এই রাষ্ট্রের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বিদেশ গমনের সুযোগ করে দিতে কর্মসূচি গ্রহণ করেছে। যা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য এক নতুন মাইল ফলক। তিনি ৯ মার্চ বুধবার দুপুরে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মুজিবর্ষ উপলক্ষে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে বীর মুক্তিযোদ্ধাদের অভিবাসন প্রত্যাশী সন্তান/ পোষ্যদের জর্ডন সহ অন্যান্য দেশে চাকুরীর সুযোগ বিষয়ে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ওয়ালিউল্লাহ মোল্লা’র সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বোয়েসেল এর উপ-মহাব্যবস্থাপক মোঃ আলম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত দাস, গোয়াইনঘাটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমন্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল এ রফিক, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা আফছর আলী, বীর মুক্তিযোদ্ধা তেরাব আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাছেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা জফির মিয়া, বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ধন মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সন্তান হাফিজ নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বোয়েসেল এর ব্যবস্থাপক মোঃ হাবিবুল্লাহ খান। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন বোয়েসেল এর এজিএম মোঃ ওয়াহিদুর রহমান। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি নুসরাত আজমেরী হক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন।
Write to Rtn Shofik Ahmed Shofiee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *