সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব গ্রহন ও আলোচনা সভা

 
সেলিম আহমেদ, সৌদি আরব থেকেঃ রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার রাতে পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয় । নবনির্বাচিত সহসভাপতি ও জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সুহেল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ৩ বারের নির্বাচিত সভাপতি চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারন সম্পাদক এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল । উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম , সংগঠনের নবনির্বাচিত যুগ্ন সম্পাদক ও মহনা টিভির জেদ্দা প্রতিনিধি মোঃ ফিরোজ , নবনির্বাচিত সদস্য বাংলা টিভির মক্কা প্রতিনিধি এইস এম হেমায়েত সহ রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্য বৃন্দ এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানের প্রথমেই রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান উপদেস্টা ও চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি রুমি সাঈদ এসোসিয়েশনের নবনির্বাচিত সকল সদস্যদের নাম ঘোষণা করেন । অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যরা বলেন , রিপোর্টার্স এসোসিয়েশন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করবে না । এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকতার স্বচ্ছতা ও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করবো । বক্তারা আরো বলেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ । সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *