কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। ২ এপ্রিল শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘের কুলাউড়ার সভাপতি উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কালের কণ্ঠ শুভসংঘ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সৃজনশীল, শিক্ষামূলক ও মানবসেবামূলক কাজ করে যাচ্ছে যা অত্যন্ত প্রশসংনীয়। করোনাকালীন সময়ে বিভিন্ন সচেতনতামূলক কাজ করেছে সংগঠনটি। তাদের সকল ভালো কাজ অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয়।
আগামীতে শুভসংঘের সব ধরনের কার্যক্রমে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে দেন শুভসংঘের উপদেষ্ঠা ও জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মো. আজিজুল ইসলাম, শুভসংঘের উপদেষ্ঠা ও কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, ব্যাংকার আনিছুর রহমান। স্বাগত বক্তব্যে দেন শুভসংঘের ক্রীড়া সম্পাদক রুমেল আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মানবজমিন প্রতিনিধি মো: আলাউদ্দিন কবির, সাংবাদিক আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০২০-২০২১ সালে অনুষ্ঠিত দুই বছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১৮ জন বিজয়ী প্রতিযোগীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া আরো ৩০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতার পুরস্কার দিয়ে সহযোগীতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ ইলিয়াছ খছরু।