দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগে সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের নিম্ন আয়ের মানুষের মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত ১ এপ্রিল শুক্রবার বাদ আছর পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য ইছহাক আহমদ। সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুহুল আমীন দিদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা যুবলীগ নেতা রুবেল আহমদ, আজিজুল ইসলাম, মুজাহিদ আলী, আব্দুর রহিম সহ সংস্থার সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে সংস্থার সদস্যরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তোলে দেন। সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন বলেন, অত্র সংস্থা সব সময় সমাজের মানুষের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে গ্রামে নিম্ন আয়ের মানুষের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য প্রবাসী সহ সংগঠনের সদস্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে উপহার সামগ্রী গ্রহণকারীদের এক সাথে সমবেত না করে প্রত্যেকের বাড়িতে সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। তাদের এই উদ্যোগে ইতিমধ্যে গোটা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।