দক্ষিন সুরমার বিবিদইলে খান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইলে খান ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১ এপ্রিল শুক্রবার বাদ জুমআ বিবিদইলস্হ ডিএইচ খানের বাসভবনে গ্রামের ২শ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খান ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা দিলওয়ার আলী খান রানার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সাবের আলী খান মুরাদ। উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ কামরুজ্জামান খান ফয়ছল, বিশিষ্ট রাজনীতিবিদ ডিএইচ খান, শিক্ষানুরাগী আব্দুল কাদির খান কপিল, আশরাফ আলী খান অপু,আতিক খান, ইসরাইল খান দিনার,শাহীন খান, রুশন খান,শিমু খান, রাসেল খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *