হাজীপুরে হাজী এম এ মালিক আছকিরুন্নেছা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে গাউছিয়া দারুল ক্বিরাত দক্ষিণ পাবই হাজী এম এ মালিক আছকিরুন্নেছা সুন্নিয়া দাখিল মাদ্রাসা শাখার ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে মাদ্রাসা হলরুমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে ও বদরুজ্জামান তালুকদার লিমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোঃ শাহেদ আহমেদ নুর। বিশেষ অতিথির বক্তব্য দেন হাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুনিম, তারাপাশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, মারুফ আহমেদ জামাল ও মাদ্রাসার সুপার জুবায়ের আহমেদ জুবেল।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ পাবই চৌমুহনী জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুস সহিদ, পাইকপাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শামিম আহমেদ, মাদ্রাসার শিক্ষক এমরান আলী, মাহবুব আলম জায়েদ, মাহবুবুর রহমান, সালেহ আহমদ, আব্দুল হেকিম, মিনার আহমেদ, খালেদুজ্জামান পারভেজ, আব্দুল মুক্তাদির তুয়েল, কামরুজ্জামান হাসান, আব্দুল মুন্তাকিম ফাহিম, রুহুজ্জামান জিসান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমরান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *