রাজনগরে আসামী নিয়ে ফেরার পথে গাছের সাথে পুলিশের গাড়ির ধাক্কা, এসআই’র মৃত্যু, আহত ৮

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামী নিয়ে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন সমিরণ চন্দ্র দাস (৪২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও ৩ আসামী গুরুতর আহত হয়েছেন। ২১ মে শনিবার ভোর ৫টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহ¯্র এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্য সমিরন চন্দ্র দাশ রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরন চন্দ্র দাশ, শওকত মাসুদ ভূইয়া, সোলেমান আহমদ, জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও আব্দুল আজিজ উত্তরভাগ চা-বাগান এলাকায় পলাতক তিন আসামীকে গ্রেফতার করেন। পরে পুলিশের পিকআপ ভ্যানে করে তারা থানায় ফিরছিলেন। পথিমধ্যে পুলিশের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহ¯্র এলাকার (ময়না মিয়ার দোকান) নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুঁটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। আহত হন রাজনগর থানার এসআই সোলেমান আহমদ, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর আলম, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুদ মিয়া। আহত আসামিরা হচ্ছেন কান্ত সাওতাল, লক্ষণ সাওতাল ও কুর্মি মইনা। আহতদের মধ্যে এসআই শওকত, কনস্টেবল মাসুদ, আজিজ ও এক আসামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অপর দুই পুলিশ সদস্য সোলেমান, জাহাঙ্গীরসহ আটক দুই আসামীকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে ছুঁটে যান। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে থানায় ফিরছিলো। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে সিলেট ওসমানী হাসপাতালে ও বাকি চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনা কীভাবে ঘটেছে তদন্ত শেষে জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *