আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শুক্রবার সকালে ইপিজেডের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, পলমল গ্রুপের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলাকালীন গ্যাস পাইপলাইনে ফাটল থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ‘কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত গ্যাসের চাপের কারণে আমরা আগুনের কাছাকাছি যেতে পারিনি। এ কারণেই আমাদের গ্যাস সরবরাহ বন্ধ করতে হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে পাইলিং বিশ ফুট নিচে যাবার পর গ্যাসের পাইপ ফেটে যায়।

নির্মাণাধীন ভবনের সার্ভে কাজ করা অ্যাডভান্স কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. রনি বলেন, ২০ ফুট গভীরে পাইলিং যাওয়ার পর পাইপ ফেটে যায়। উপরের দিকে বালু উঠতে থাকে। এভাবে তিন ঘণ্টা বালু উঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে আগুন জ্বলতে থাকে।

উজ্জল হোসেন নামের এক নির্মাণ শ্রমিক জানান, ঘটনাস্থলে অন্তত ২০ জন দাঁড়িয়ে ছিলেন।

তিনি বলেন, পাইপ ফাটার পর সবাই দূরে সরে যায়। বিস্ফোরণের সময় কাছাকাছি কেউ ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি।

—ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *