পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের ১৩টি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি বা ওপরে থাকতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর সংখ্যাসূচক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারতের আসাম, মেঘালয় ও উপ-হিমালয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের (কোথাও অতি ভারী) সম্ভাবনা রয়েছে।

ফলে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমার ও অন্যান্য প্রধান নদ-নদীর প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

—ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *