এবার আলোচনায় ময়লাওয়ালী মম

অনলাইন ডেস্ক :

‘মহানগর’ আর ‘রিফিউজি’ পেরিয়ে ফের আলোচনায় অভিনেত্রী জাকিয়া বারী মম। এবারের বিষয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোহিনূর’। ৪০ মিনিটের এই বড় স্বল্পদৈর্ঘ্যটি উন্মুক্ত হলো ২৩ জুন অন্তর্জালে। এতে মমকে দেখা গেছে ময়লাওয়ালীর চরিত্রে অভিনয় করতে। চরিত্রের নাম কোহিনূর। প্রতিদিন কাক-ডাকা ভোরে রাজধানীর মাতুয়াইল ময়লার ভাগাড়ে ছুটে যায় সে। সেখান থেকে সারাদিন বিভিন্ন সামগ্রী কুড়িয়ে বস্তায় ভরে। মনে নানাবিধ স্বপ্ন এঁকে দুর্গন্ধ, জীবাণু, দূষণ আর বিবিধ মানুষের যৌন হয়রানির মধ্য দিয়ে কাটে তার জীবন। এমনই এক নির্মম নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘কোহিনূর’। ওয়াটার-এইড এবং হু গিভস আ ক্র্যাপের যৌথ উদ্যোগে এটি পরিচালনা করেছেন কামরুল হাসান। কাজটি প্রসঙ্গে মম বলেন, ‘কোহিনূরের মতো হাজারো মানুষ রয়েছে আমাদের চারপাশে। এতদিন দূর থেকে তাদের জীবন আবছা দেখেছি। যখন এই সিনেমার কাজে মাতুয়াইলে ময়লার ভাগাড়ে সরাসরি গেলাম, তখন আসলে অনুভব করলাম বাস্তবতা। উপলব্ধি করলাম তাদের জীবন কতোটা কঠিন। সত্যিই তারা একটু স্বপ্নের জন্য কত কষ্টই না সহ্য করে! বাস্তবতার দেখা একজীবনে সবাই পায় কি না, সেটাও জানি না।’ মম মনে করেন, কোহিনূরের মতো এমন একটি চরিত্র তার অভিনয়জীবনের বিশেষ কাজ হয়ে থাকবে। এদিকে সিনেমাটি উন্মুক্ত হওয়ার পর থেকে মিডিয়া সমালোচকদের পক্ষ থেকে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন মম ও সংশ্লিষ্টরা। অন্যদিকে ইউটিউব ও ফেসবুকে ছবিটি দেশে মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে দর্শকদের শতভাগ পজিটিভ প্রতিক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *