সিলেটে এস ও এস আন্তর্জাতিক শিশু পল্লী দিবস পালন

এস ও এস আন্তর্জাতিক শিশু পল্লী দিবস এবং এস ও এস শিশু পল্লী বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ জুন বৃহস্পতিবার ওসমানী নগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস শিশু পল্লীতে সপ্তাহব্যাপী অনুষ্টানের সমাপনী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের পক্ষে বক্তব্য রাখেন চিলড্রেন্স কাউন্সিল সিলেটের সভাপতি মোছা: হাবিবা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন এস ও এস শিশু পল্লী সিলেট এর সহকারী পরিচালক মো : মাজহারুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেবুন্নেছা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এমরান আহমেদ জায়গীরদার, ওসমানী নগর থানার এস আই মো: নাজমুল হুদাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুরা আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন । অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এস ও এস সামাজিক কেন্দ্রের প্রোগ্রাম অফিসার অঞ্জন চন্দ্র দাস। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানকে ঘিরে এস ও এস শিশু পল্লী সিলেট সেজেছিল বর্ণিল সাজে। বিভিন্ন রঙের বেলুন, কাগজের কারুকাজ এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল। গত ১৬ জুন এস ও এস শিশু পল্লী সিলেট এর আঙ্গিনায় বৃক্ষ রোপন, এফ এস পি সুবিধাভোগীদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ, আরলি চাইল্ডহোড কেয়ার এন্ড ডেভলাপমেন্ট সেন্টার পরিদর্শন এবং আমার সৃষ্টি আমার আনন্দ আয়োজনে ফিতা কেটে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। এস ও এস আন্তর্জাতিক শিশু পল্লী দিবস এবং এস ও এস শিশু পল্লী বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উৎসবের ধারাবাহীকতায় এস ও এস আন্তর্জাতিক শিশু পল্লী এর প্রতিষ্ঠাতা ডঃ হারমান মেইনারকে উৎসর্গ করে এস ও এস শিশু পল্লী সিলেট সপ্তাহব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, রচনা প্রতিযোগিতা, গল্প বলা, ফুটবল ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শিশু পল্লীর অভ্যন্তরে বসবাসকারী শিশু এবং পার্শবর্তী জনপদের সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহনে আনন্দমুখর হয়ে উঠেছিল এস ও এস শিশু পল্লী সিলেট এর আঙ্গিনা। উল্লেখ্য, এস ও এস শিশু পল্লী একটি বেসরকারি ও সমাজ উন্নয়নমূলক সংস্থা যা বিশেষ করে মা-বাবা’র স্নেহ বঞ্চিত শিশুদের পরিবার ভিত্তিক সেবা দিয়ে এবং সেই সাথে তাদের বিভিন্ন প্রয়োজন ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। প্রফেসর হারম্যান মেইনার ১৯৪৯ সালে অষ্ট্রিয়ার ইম্ষ্ট-এ সর্বপ্রথম এস ও এস শিশু পল্লী প্রতিষ্ঠা করেন এবং ক্রমান্বয়ে এর বিস্তৃতি ঘটে বিশ্বের ১৩৭ টি দেশে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পর ১৯৭২ সালে এস ও এস আন্তর্জাতিক শিশু পল্লী’র প্রতিষ্ঠাতা-প্রয়াত প্রফেসর হারম্যান মেইনার বাংলাদেশে আসেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে সাক্ষাৎ করেন। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে দেশের প্রথম এস ও এস শিশু পল্লী প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে এই শিশু কল্যাণ সংস্থাটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বগুড়া ও সিলেটে এস এস শিশু পল্লীর বিস্তৃতি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *