“মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি”

অনলাইন ডেস্ক :

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে  শনিবার (২৫ জুন)। উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিলেন শোবিজ তারকারাও। আয়োজনে হাজির হয়ে অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি।’ জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-পত্নী প্রতিক্রিয়ায় আরও যুক্ত করেছেন ‘এ এক অসাধারণ অনুভূতি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা স্বচক্ষে দেখতে পারছে। যারা সামনাসামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে দেখছি; এটা সবার জন্য একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়।’ অভিনেত্রী আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মানা জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আমরা সেটা আরও একবার প্রমাণ করতে পারলাম। এটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের সবার জন্য।’ মেহের আফরোজ শাওন ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে শোবিজের আরও উপস্থিত আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুলসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *