সিলেটের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ

সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মাহমুদুল ইসলাম নজরুল এর উদ্যোগে সিলেটের ক্ষতিগ্রস্হ কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। ৪ জুলাই সোমবার দুপুরে নগরীর চন্ডীপুলস্হ মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে সরেজমিন গবেষণা বিভাগের মাঠ পর্যায়ে গবেষণার সাথে সম্পৃক্ত কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির উপ পরিচালক সুপ্রিয় পাল, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুনফিক আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২০জন কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *