কাদিপুরে খ্রীষ্টিয়ান কৈননীয়া মিশন হেলথ প্রজেক্টের ত্রাণ সামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান কৈননীয়া হেলথ প্রজেক্ট মিশন এর পক্ষ থেকে ২৭ জুলাই বুধবার বিকেলে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে শতাধিক বন্যার্থদের মধ্যে দূর্যোগকালিন জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম মিঠু, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান কৈননীয়া হেলথ প্রজেক্ট এর এক্স-রে ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, এডমিন অফিসার সুশান্ত মন্ডল, নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, অনুষ্ঠানের সমন্বয়কারী সৈয়দ জামাল প্রমুখ। খাদ্য তালিকার মধ্যে ছিলো ১০ কেজি চাল, বিস্কুট, খাবার স্যালাইন, ডাল, ২ লিটার সয়াবিন তেল, সাবান, সার্ফ এক্সেল ও স্যানিটারী ন্যাপকিন। কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান কৈননীয়া হেলথ প্রজেক্ট মিশন কর্তৃপক্ষকে কাদিপুরে খাদ্য সামগ্রী বিতরণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *