উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের মাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সামাজিক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরস্থ ক্যাথলিক রোডস্থ সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রউফ তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দুপ্রকের সহযোগী সদস্য ও সনাক টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, দুপ্রক সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান, দুপ্রক সদস্য সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, এনজিও সংগঠক এস এ হামিদ ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।
মাসিক সভায় গতমাসের কার্যক্রম পর্যালোচনা ও আগস্ট মাসের করনীয় বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *