জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে জসীন্তা মুন্ডা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা-পুলিশ। ৩০ জুলাই শনিবার সকালে উপজেলার করিমপুর চা-বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। করিমপুর চা-বাগানের উত্তর লাইনের ১ নম্বর মুন্ডা টিলার অনিল মুন্ডার মেয়ে ওই তরুণী। তিনি বাগানে চা-পাতা তোলার কাজ করতেন। স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ৯টায় করিমপুর চা-বাগানের শ্রমিকেরা ১ নম্বর সেকশনে লেবেক শিরীষগাছে ওই তরুণীর মরদেহ ঝুলে থাকতে দেখেন। মরদেহ দেখতে পেয়ে রাজনগর থানায় খবর দেন তাঁরা। পরে রাজনগর থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বাগানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়াসিফ হক বলেন, ‘সকাল ১০টার সময় আমি খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করি।’ রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।