নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার জুড়ীতে পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজিকালে হাতেনাতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা জানা, রবিবার (৩১ জুলাই) রাত অনুমান ১.০০ টায় পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় থানা পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করেছে। জুড়ী – বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জাঙ্গিরাই মাদ্রাসার সামনে দুই প্রতারক একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে পুলিশ পরিচয়ে টাকা দাবি করে। সংবাদ পেয়ে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া জুড়ী উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল মোতালিব এর পুত্র, সে ভবানীগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও মোঃ কবির আহম্মদ একই উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত-হোছন আলীর পুত্র। আদালতে তাদের জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জুড়ী থানা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।