ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং সাত পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।
রবিবার উপজেলার কালীনাথ রায় বাজার এলাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশের সময় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম বিএনপির কর্মী।
বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দলের নেতাকর্মীরা তাদের জেলা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা কালীনাথ রায় বাজারে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
তিনি বলেন, নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তারা গুলি ছুড়েন এবং কাঁদনে গ্যাস নিক্ষেপ করেন। এতে সংঘর্ষের সূত্রপাত হয় এবং একজন নিহত হন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান বলেন, ‘পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।’
ঝামেলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চলমান লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ২৬ জুলাই সারাদেশে তিনদিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

—-ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *