সিরাজুল ইসলাম : মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন (৭৪) শুক্রবার (০৫ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাজায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতা, প্রশাসন ও পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি, স্থানীয় মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
