সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নস্হ এসওএস শিশু পল্লী সিলেট পরিদর্শণ করেছেন। ১১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে এসওএস শিশু পল্লী পরিদর্শন কালে জেলা প্রশাসককে শিশু পল্লীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় ওসমানী নগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, এসওএস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোঃ ইউসুফ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান ওসমানী নগর উপজেলার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিস এবং দয়ামীর সদরুননেছা উচ্চ বিদ্যালয় ও পরিদর্শণ করেন।