ভারতীয় বিড়িসহ কুলাউড়ায় চোরাকারবারি গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আমির আলী (৪০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ আগষ্ট) সকালে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

থানা সূত্রে জানা যায়, এসআই মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে এক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শরীফপুরের মানগাঁও এলাকার মৃত আছদ উল্ল্যাহর ছেলে চোরাকারবারি আমিরকে ১৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *