হারিস মোহাম্মদ : মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় শোক দিবসে উপজেলা যুবলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজুর সভাপতিত্বে এতে
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সহ সভাপতি জাকির হোসেন কালা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইরুল আলম প্রমুখ।
এছাড়া এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, সহ সম্পাদক ও সদস্য বৃন্দসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।