সারপ্রাইজ’ থাকছে কাবরেরার দলে

অনলাইন ডেস্ক :

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ। প্রতিপক্ষ কম্বোডিয়া ও নেপাল। ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনও শুরু আগামী ২৬ আগস্ট। হেড কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য আগেই ‘সারপ্রাইজের’ ইঙ্গিত দিয়ে রাখলেন দলটিতে। ছুটি কাটিয়ে আগে ঢাকায় ফিরেছেন স্প্যানিশ কোচ। এখন শুধু প্রীতি ম্যাচকে ঘিরে ছক কষছেন। রোববার (২১ আগষ্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কাছে পরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি। কাবরেরার জন্য ভালো দিকটি হলো এবার দল গড়তে ভালো সময় পাওয়া যাবে, ‘আমরা ২৬ আগস্ট থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছি। পাশাপাশি সৌভাগ্যবান যে, এবার যথেষ্ট সময় পাচ্ছি। এখন পর্যন্ত বলতে গেলে এটি সবচেয়ে বেশি সময়। ঢাকাতে আমরা তিন সপ্তাহের মতো অনুশীলন করতে পারবো।’ তার পরেই সারপ্রাইজের ইঙ্গিত দেন কাবরেরা, ‘আপনারা দেখতে পাবেন দ্রুতই, কিছু সারপ্রাইজ আছে। এটা ভালো বিষয় যে নতুন খেলোয়াড়েরা ভিন্ন কিছু করে দেখাচ্ছে। প্রতি পজিশনে কেমন খেলোয়াড় দরকার, সেই বিষয়ে এরইমধ্যে ভালো ধারনা হয়ে গেছে। বেশ কয়েকজন খেলোয়াড়ের প্রোফাইল পেয়ে গেছি। আগেই বলেছি, দলে এবার চমক থাকছে। নিজ নিজ ক্ষেত্রে তারা সেরা পারফরমার।’ দুটি ম্যাচই খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। তার ওপর দুই প্রতিপক্ষের মাঝে রয়েছে পার্থক্যও। তাদের শক্তিমত্তা সম্পর্কে স্প্যানিশ কোচ ধারণা দিয়েছেন। কিন্তু নিজেদের সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাস আছে তার, ‘কাঠমান্ডুতে উচ্চতার একটা ব্যাপার আছে। সেখানে খেলা সহজ নয়। দুই দলের মধ্যে পার্থক্যও অনেক। কম্বোডিয়া বল পায়ে রেখে খেলতে পছন্দ করে। নিচ থেকে আক্রমণ গড়ে ৪-৩-৩ ফর্মেশনে খেলে। নেপাল আবার অনেক আগ্রাসী। ব্লকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। দুটি দলই চমকে ভরা। তবে আমরা সেরাটা দিতে পারলে দুই দলকে হারানো কঠিন কিছু না।’ ভারতে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। তানভীর-মিরাজুলদের পারফরম্যান্স নজর কেড়েছে কাবেরার। তবে তিনি এখনই তাদের নিয়ে তড়িঘড়ি করছেন না, ‘সাফে বাংলাদেশের ছেলেরা দারুণ খেলেছে। সবগুলো ম্যাচেই ধারাবাহিকতা ছিল। এই বয়সে এমন কাজ সহজ নয়। তাদের ধাপে ধাপে এগোতে হবে। সামনে তাদের বেশকিছু টুর্নামেন্ট আছে। দেখা যাক, আগামী মৌসুমে তারা কী করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *