সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমার আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। বাংলাদেশে মুসলমান ও হিন্দু মানুষের মধ্যে যে সম্প্রতিক বন্ধন রয়েছে তা কোন দেশে নেই। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে মুসলমানদের সাথে কাদে কাদ মিলিয়ে সকল ধর্মের মানুষ যুদ্ধে অংশ গ্রহণ করে দেশ স্বাধীন করেছেন। তাই দেশের নাগরিক হিসেবে জাতির কল্যানে সবাই নিয়োজিত থাকতে হবে। তিনি সুন্দর সমাজ ও সোনার বাংলা গড়তে সকলকে এক যুগে কাজ করার আহবান জানান। এমপি হাবিব গতকাল ১৯ আগস্ট শুক্রবার দুপুরে শিববাড়ী মন্দির প্রাঙ্গণে পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১, ৪২নং ওয়ার্ড সমন্বয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মনমোহন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব এপিপি, অধ্যাপক প্রতাপ চৌধুরী, মোর্শেদ আহমেদ মুকুল, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খাঁন, জনার্দন চক্রবর্তী মিন্টু, শৈলেন কর, রাজ কুমার পাল রাজু, সঞ্জিব দত্ত, চপল দে, সুমন চক্রবর্তী, অখিল চন্দ্র পাল, রিপন পাল, মিন্টু দাশ, আব্দুল হাসিব প্রমুখ। আলোচনা সভায় দক্ষিণ সুরমা ও সিসিকের বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিব মন্দিরের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মাধ্যমে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন সমাপ্ত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার দেশ সবার, দেশের নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থা থেকে ধর্মীয় উৎসব উদযাপনের পাশাপাশি দেশ প্রেমিক হয়ে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *