চামিরার এশিয়া কাপ শেষ

অনলাইন ডেস্ক :

আগে থেকেই মাঠের বাইরে ছিলেন দুশমন্থ চামিরা। লড়ছিলেন চোট থেকে সেরে উঠতে। তবু তাকে টুর্নামেন্টের কোনো একপর্যায়ে পাওয়ার আশায় এশিয়া কাপের দলে রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু এবার সে আশাও শেষ, নতুন চোটে পুরো আসর থেকেই ছিটকে গেলেন ডানহাতি পেসার। চামিরাকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে না পাওয়ার বিষয়টি সোমবার বিবৃতিতে নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট। তার জায়গায় নুয়ান থুশারাকে দলে যোগ করা হয়েছে। গোড়ালির গাঁটের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও চামিরাকে গত শনিবার ঘোষিত ২০ জনের দলে রেখেছিল লঙ্কান বোর্ড। কিন্তু অনুশীলনের সময় বাঁ পায়ে নতুন করে চোট পেলেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের একজন জানান, ‘তিন-চার দিন আগে’ পায়ের পেশিতে টান লাগে চামিরার। এশিয়া কাপের জন্য সময়মতো সেরে উঠতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপে চামিরাকে পাওয়ার আশায় আছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলা চামিরা ওভারপ্রতি ৮.১৪ রান দিয়ে উইকেট নিয়েছেন ৪৮টি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০৩ ম্যাচে ওভারপ্রতি ৮.০৭ রান দিয়ে ৯৯ উইকেট তার। দলে ডাক পাওয়া থুশারা আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন গত জুনে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এই সংস্করণে ৪ ম্যাচ খেলে ২৮ বছর বয়সী ডানহাতি পেসারের শিকার ২ উইকেট। দুবাইয়ে আগামী শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লঙ্কানদের এশিয়া কাপ অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *