ডাকাতদের হামলার শিকার অবামেয়াং

অনলাইন ডেস্ক :

নিজ বাড়িতে সশস্ত্র ডাকাতদের হামলার শিকার হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। সংবাদমাধ্যমের খবর, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এই ফুটবলার ও তার স্ত্রীকে। পুলিশ সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদপত্র এল পাইস তাদের প্রতিবেদনে জানায়, বার্সেলোনার মেট্রোপলিটন এলাকার শহরতলি কাস্তেলদেফেলসে সোমবার (২৯ আগষ্ট) সকালে চারজন হুডধারী ব্যক্তি অবামেয়াংয়ের বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র, লোহার রড দিয়ে অবামেয়াংকে হুমকি দেয় এবং মারধর করে। তাকে সেফ খুলতে বাধ্য করে এবং যেখান থেকে গয়না নিয়ে যায়। পরে সাদা আউডি এথ্রি গাড়িতে চড়ে পালিয়ে যায় অপরাধীরা। স্প্যানিশ রেডিও আরএসি১-এর খবর অনুযায়ী, দুর্বৃত্তরা নিজেদের মধ্যে ইটালিয়ান ভাষায় কথা বলছিল। তারা অবামেয়াং ও তার সঙ্গীকে এক ঘন্টা ধরে মাটিতে ফেলে রাখে। দুজনই মাথায় আঘাত পেয়েছেন, সামান্য আহত হয়েছেন। তবে তারা ভালো আছেন। গত জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়া অবামেয়াংয়ের বাড়িতে গত দুই মাসে দ্বিতীয়বার ডাকাতির ঘটনা ঘটল। প্রথমবার গ্যাবনের এই ফরোয়ার্ড ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। সাম্প্রতিক সময়ে ইউরোপে খেলোয়াড়দের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। গত ডিসেম্বরে নিজ বাড়িতে ডাকাতির সময় লাঞ্ছিত হয়েছিলেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জোয়াও কানসেলো এবং পর্তুগালে নিজ বাড়িতে ডাকাতির শিকার হয়েছিলেন বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। স্পেনে বিভিন্ন সময়ে বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার জেরার্দ পিকে, আনসু ফাতি, জর্দি আলবা, সামুয়েল উমতিতি ও ফিলিপে কৌতিনিয়ো। কিছুদিন আগে অনুশীলনের সময় রবের্ত লেভানদোভস্কির ৭০ হাজার ইউরোর ঘড়ি নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। পরে পুলিশ আটক করে সেই অপরাধীকে। বার্সেলোনা তারকা ফেরত পান তার শখের ঘড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *